Content Writing With Azanta ​

logo

Content Writing With Azanta

কী হয় না ঘুমালে? আসুন দেখি ঘুমে বেশি অনিয়ম করলে কী হতে পারে।

Written by Farzana Tuz Zohora

আসুন জেনে নেই কিছু অপ্রিয় সত্য।
  • প্রচন্ড গ্যাস সমস্যা হলো।
  • শরীর প্রচন্ড জ্বলে,বুক জ্বলে।
  • টয়লেট ক্লিয়ার হয়না। দুই থেকে তিনবার হয়, আবার অনেক সময় দুই দিন হয় না।
  • মেজাজ খিটমিট করে।
  • অল্পতে রাগ আসে,মনে দুঃখ লাগে।
  • স্কিন লাল লাল হয়।
  • গরম গরম অনুভব হয় সারাক্ষণ।
  • হাত পা এর তালু জ্বলে।
  • হাতে পা এ সারা শরীরে ফুসকুড়ি এলার্জী।
  • অতিরিক্ত চুল পড়া সমস্যা।
  • খুশকীর সমস্যা।
এখন, এই সকল সমস্যা গুলো কেন একসাথে দেখা দিলো?
রাতে সারাক্ষণ আপনি ফোন টিপছেন, তাতে ফোনের রেডিয়েশন আপনাকে কতটা বিপদ এ ফেলছে সেটা সময় বলে দিবে।

Leave a Comment