How long will it take me to start a career in content writing

It completely depends on you.

সত্যি কথা বলতে, একেক জনের একেকরকম সময় লাগে কন্টেন্ট রাইটিং-এ তার ক্যারিয়ার তৈরি করে। কেউ এক মাসে রেডি হয়ে যেতে পারে, আবার কারো ৬ মাস লাগতে পারে।

শুরু থেকে আসি আমরা।

আপনার যদি টুকটাক লেখার অভ্যাস থাকে, তাহলে আপনি অনেকটা এগিয়ে থাকবেন। আমরা অনেকেই কিন্তু লিখতে পছন্দ করি, হয়তো ফেসবুকের স্ট্যাটাসে বা ডায়রির পাতায়। কোন বই পড়ে ভালো লাগলে, কোন রিসেন্ট ইভেন্ট ভালো লাগলে বা খারাপ লাগলে, সেটা লিখে মাঝে মাঝে শেয়ার দেই আমরা।

আপনিও যদি এসব লিখে থাকেন, তার মানে আপনার অলরেডি লেখালিখির অভ্যাস আছে। আপনার অনেক কম সময় লাগবে কন্টেন্ট রাইটিংকে ক্যারিয়ার হিসেবে নিতে।

কিন্তু যদি আপনার লেখালেখির অভ্যাস না থেকে থাকে, তাহলেও কোন সমস্যা নেই। আপনি প্র্যাকটিস করতে পারেন। কিছুদিন প্র্যাকটিস করলেই আপনি লেখা শুরু করতে পারবেন।

আমার ওয়ার্কশপে বিস্তারিত থাকবে একজন কন্টেন্ট রাইটার হিসেবে আপনি কী লিখতে পারবেন, এবং সেগুলো কীভাবে লিখতে হবে। Social Media Content Writing, Website Content Writing, Creative (Fiction and Non-Fiction) Content Writing, SEO Content Writing, Affiliate Content Writing সহ আরো কয়েক ধরনের কন্টেন্ট লেখা শিখতে পারবেন আপনারা।

আপনাদের ঠিক করতে হবে কোন ধরনের কন্টেন্ট আপনি লিখবেন, এবং কোন টপিক বা “নিশ” (niche) নিয়ে লিখবেন। সেটার একটা প্র্যাক্টিক্যাল গাইডলাইনও আপনি ওয়ার্কশপে পেয়ে যাবেন। এই সবকিছু ঠিক করতে হয়তো আপনার ২-৩ দিন থেকে ১ সপ্তাহ সময় লাগবে।

সব ধরনের লেখা শেখার পর আসে একটা পোর্টফোলিও বানানোর পালা। একদম নতুন করে সবকিছু লিখলেও আপনার ১ থেকে ১.৫ মাস সময় লাগার কথা। ২০ থেকে ২৫ টা স্যাম্পল ছাড়া আসলে আপনার পোর্টফলিও টা সম্পূর্ণ মনে হবে না।
আপনি যদি লোকাল মার্কেটে কাজ করতে চান, তাহলে সঙ্গে সঙ্গেই শুরু করতে পারেন। কোথায় এপ্লাই করতে হবে, কিভাবে করতে হবে, এই সব স্ট্র্যাটেজি ওয়ার্কশপে পেয়ে যাবেন।

কিন্তু যদি আপনার টার্গেট হয় ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস, অর্থাৎ Upwork বা Fiverr, তাহলে একটু বেশি সময় লাগবে। একাউন্ট করতে এবং সাজাতে হয়তো সময় বেশি লাগবে না, কিন্তু এই কম্পিটিশনের যুগে, প্রথম কাজটা পেতে আপনার অন্তত ১ বা ১.৫ মাস লেগে যেতে পারে। এইসব মার্কেটপ্লেসে নিজেকে পুরোপুরি establish করতে হয়তো ৩-৪ মাস লেগে যেতে পারে।

তাই, কন্টেন্ট রাইটিং-এ সফল হতে হলে ধৈর্যশীল হতে হবে, হাতে সময় নিয়ে আসতে হবে। 

Leave a Comment