Content Writing With Azanta ​

Content Writing With Azanta

logo

মাতৃত্বের স্বাদঃ আপনার মাঝে নিজের অস্তিত্বের আগমন

  • এই সময় টা তে শরীরে দূর্বলতা, অসুস্থ ভাব, সংসারের কাজের চাপ, পরিবারের অন্য মানুষ গুলোর অসহযোগিতা ইত্যাদি নানা রকম পরিস্থিত তৈরি হতে পারে যা আপনার  মন খারাপ করে দিতে পারে। এমনিতেও এই সময় মন মানসিকতা খুব দূর্বল হয়ে যায়-
  • কারোও কারোও মেজাজ খিটখিটে হয়ে যায়
  • যে কোন দুঃসংবাদ শুনলে হার্টবিট বেড়ে যায়।
  •  যে কোন নেগেটিভ কথা খুব প্রভাব ফেলে অনেক ক্ষেত্রে।
  • নিজের খাবার সময়মতো খেতে হবে।
  • নিজের বিশ্রাম এর সময় টা নিজেকে বুঝতে হবে।
  •  কাজ গুলো যতটা সম্ভব গুছিয়ে করতে হবে, বা নিজের লিমিট বুঝে চলাফেরা করতে হবে।  
  • সব সময় নিজের ভেতর বড় হতে থাকা ছোট্ট বেবি টার জন্য কি ভালো হবে?  সেটা ভাবতে হবে।
  • বাচ্চার ও নিজের ভালোর জন্য সর্বোচ্চ ব্যবস্থা করতে হবে।
  • বেবির হার্ট বিট,
  • রুটিন চেক-আপে বেবির ডেভেলপমেন্ট,
  • বেবির ওজন বাড়বে আর  হাটা চলা তে কষ্ট বাড়বে।

1 thought on “মাতৃত্বের স্বাদঃ আপনার মাঝে নিজের অস্তিত্বের আগমন”

  1. Your writing is not only informative but also incredibly inspiring. You have a knack for sparking curiosity and encouraging critical thinking. Thank you for being such a positive influence!

    Reply

Leave a Comment