Content Writing With Azanta ​

logo

Content Writing With Azanta

বাংলায় কি কন্টেন্ট রাইটিং করা সম্ভব?

অবশ্যই সম্ভব!

শুধুমাত্র ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্স মার্কেটপ্লেসগুলো নয়, আমাদের লোকাল মার্কেটও ইদানীং কন্টেন্ট রাইটার খুঁজছে। যে কোন কোম্পানি, যাদের একটা ওয়েবসাইট আছে, তাদের কিছু প্রডাক্ট বা সার্ভিস আছে, এবং যারা সোশ্যাল মিডিয়াতে একটিভ, তাদের প্রত্যেকেরই কন্টেন্ট দরকার পরে।

শুধু তাই না, ইউটিউবের স্ক্রিপ্ট লেখার জন্যে, ব্লগ সাইট থেকে আয় করার জন্যে ও কাস্টমারের সামনে নিজের ব্যবসাকে তুলে ধরার জন্যেও কন্টেন্ট রাইটারের প্রয়োজন পরে।

বাংলাদেশের প্রেক্ষাপটে বা বাংলাদেশের লোকাল মার্কেটে যারা কন্টেন্ট রাইটার খুঁজছে, তারা প্রধানত বাংলায় লেখার জন্যে খুঁজছে। তাই নিঃসন্দেহে বলা যায়, আপনি যদি বাংলা ভালো লিখেন, আপনি কন্টেন্ট রাইটিং-এর কাজ পেতে পারেন।

কন্টেন্ট রাইটিং-এর নিয়মগুলো সব এক; সেগুলো আপনি যে কোন ভাষায় ব্যবহার করতে পারেন। আমার ১০ দিনের ওয়ার্কশপের প্রথম ৫ দিনে মোট ৮ ধরনের কন্টেন্ট লেখা শেখানো হবে এবং সেগুলো আপনি ইংলিশ, বাংলা বা অন্য যে কোন ভাষার কন্টেন্ট লেখার সময় ব্যবহার করতে পারেন।

Leave a Comment